Anirban Bhattacharya | সনাতন ধর্মকে অসম্মান! ব‌্যান্ড ‘হুলিগ‌্যানিজম’-এর মুখ‌্য গায়ক অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির

Friday, September 5 2025, 3:03 am
highlightKey Highlights

গেরুয়া শিবিরের বক্তব্য, “ব‌্যান্ডের প্রচারের জন‌্য ধর্মবিশ্বাস ও অনুভূতিকে আঘাত করা হয়েছে অনির্বাণদের গানে।”


সম্প্রতি অভিনেতা এবং গায়ক অনির্বান ভট্টাচার্যের রক ব্যান্ড ‘হুলিগানইজম’ এর একটি পলিটিক‌্যাল স‌্যাটায়ার গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গানে দেশে মন্দির-মসজিদ বিবাদ, পশ্চিমবঙ্গে সিপিআই(এম)এর রাজনৈতিক পতন এবং এক তৃণমূল নেতার ‘রেগে যাওয়ার প্রবণতা’ নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। তারপরই অনির্বান সহ ব্যান্ডের সদস্যদের বিরুদ্ধে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, “ব‌্যান্ডের প্রচারের জন‌্য ধর্মবিশ্বাস ও অনুভূতিকে আঘাত করা হয়েছে অনির্বাণদের গানে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File