রাজনৈতিকডায়মন্ড হারবারে প্রচারে গিয়ে আক্রান্ত BJP প্রার্থী, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি

Key Highlightsডায়মন্ড হারবারে আক্রান্ত BJP প্রার্থী দীপক হালদার। গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। অভিযোগ, হরিদেবপুর এলাকায় প্রচার চালানোর সময় আচকা কিছু লোক তাঁর উপর হামলা করে। বেধড়ক মারধর করা হয় তাঁকে। ঘটনায় উত্তপ্ত এলাকা। বর্তমানে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি এই BJP প্রার্থী। BJP-র অভিযোগ, শুক্রবার সকালে ২ নম্বর ব্লকের হরিদেবপুর এলাকায় প্রচার চালাচ্ছিলেন প্রার্থী দীপক হালদার। সেই সময় আচমকা তাঁর উপর হামলা ঘটে। হামলাকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন BJP কর্মীরাও।