Vishwash Kumar Ramesh | আহত শরীরেই দাদার শেষকৃত্য করলেন এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি বিশ্বাসকুমার রমেশ!
Wednesday, June 18 2025, 3:26 pm
Key Highlightsআমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা সেই বিশ্বাসকুমার রমেশকে দেখা গেল দাদা অজয়ের শেষকৃত্যে। শরীর অসুস্থ হলেও, কাছা গলায় দাদার কফিন কাঁধে নিলেন তিনি।
১২ই জুন দাদার সঙ্গেই এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানে উঠেছিলেন বিশ্বাসকুমার রমেশ। দুর্ঘটনায় তিনি নিজে বেঁচে ফিরলেও মৃত্যু হয়েছে দাদার। এদিন কপালে, গালে, কানে ব্যান্ডেজ নিয়ে অসুস্থ শরীরে দাদার শেষকৃত্যে অংশ নিলেন রমেশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে কাছা গলায় দাদার কফিন কাঁধে নিয়ে শ্মশানের দিকে হাঁঁটছেন তিনি। আত্মীয় পরিজনদের মাঝে দাঁড়িয়ে কাঁদতেও দেখা যায় রমেশকে। উল্লেখ্য, রমেশ দিউয়ের বাসিন্দা। বিমান দুর্ঘটনায় নিহত আরও ৭ জনের দেহ দিউয়ে ফিরেছে বলে খবর।
- Related topics -
- দেশ
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
- আমদাবাদ
- বিমান
- বিমান দুর্ঘটনা
- ভারতীয় বিমান
- বিমান পরিষেবা
- বিমান বন্দর
- এয়ার ইন্ডিয়া
- শেষকৃত্য

