দেশ

কানপুর চিড়িয়াখানায় বার্ড ফ্লু সংক্রমণ! জেলা প্রশাসনের হাই অ্যালার্টে পক্ষী নিধনের নির্দেশ

 কানপুর চিড়িয়াখানায় বার্ড ফ্লু সংক্রমণ! জেলা প্রশাসনের হাই অ্যালার্টে পক্ষী নিধনের নির্দেশ
Key Highlights

কানপুর চিড়িয়াখানায় ধরা পড়েছে বার্ড ফ্লু সংক্রমণ। এর পরিপ্রেক্ষিতে এখানে যে পাখিগুলি রয়েছে, সেগুলি নিধনের নির্দেশ দেওয়া হয়েছে। কানপুর চিড়িয়াখানায় বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ার পর জেলা প্রশাসন হাই অ্যালার্টে রয়েছে এবং চিড়িয়াখানা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। চারদিন আগে চিড়িয়খানায় মৃত বুনো মোরগের দেহে বার্ড ফ্লু-র সংক্রমণ পাওয়া গিয়েছিল।নির্দেশ অনুযায়ী, ওই এনক্লোজারে যে সমস্ত পাখি রয়েছে, সেগুলিকে রবিবার সন্ধের মধ্যে নিধন করতে বলা হয়েছে। চিড়িয়াখানা থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত এলাকা কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।এর ১০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় মাংসের বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।