বিল গেটসকে নোটিশ পাঠালো বোম্বে হাইকোর্ট! বাদ গেল না সিরাম ইনস্টিটিউটও, জানুন এর কারণ

Friday, September 2 2022, 5:23 pm
highlightKey Highlights

শুক্রবার মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটস আর সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠালো বোম্বে হাইকোর্ট।


ফের শুরু হয়েছে জল্পনা। শুক্রবার বোম্বে হাইকোর্টে একটি পিটিশনের পরই বিল গেটসও সিরাম ইনস্টিটিউটকে নোটিশ পাঠানো হয়েছে বোম্বে হাইকোর্টের পক্ষ থেকে। শুক্রবার বোম্বে হাইকোর্টের একটি নোটিশে উল্লেখ করা হয়েছে, একজন মহিলা কোভিশিল্ড ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে মারা গিয়েছেন। সেই পিটিশনের পরই নোটিশ পাঠানো হয় আদালতের পক্ষ থেকে।

বোম্বে হাইকোর্ট বিল গেটস ও সিরাম ইনস্টিটিউটের কাছে প্রতিক্রিয়া জানতেই ওই নোটিশ পাঠিয়েছে। কেননা দিলীপ লুনাওয়াত নামে এক ব্যক্তি পিটিশন দাখিল করে তাঁর ক্ষতির জন্য ১০০০ কোটি টাকা ক্ষতিপূর্ণ চেয়েছেন। এই ক্ষতিপূরণ প্রসঙ্গে তাঁদের কী প্রতিক্রিয়া তা নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছে আদালত।

২০২০ সালে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে যৌথ অংশীদারিত্বে কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি ও সরবরাগের পরিকল্পনা করে। ভারত এবং অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য ১০০ মিলিয়ন ডোট পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি ও সরবরাহই ছিল তাঁদের লক্ষ্য। এবং এই মিশনে তাঁরা সফলভাবে অগ্রসর হয়।

শুধু বিল গেটস ও সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াই নয়, ভারতের ইউনিয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল, ড্রাগ কন্ট্রোলার জেনারেল ডক্টর ভিজি সোমানি এবং এইমসের পরিচালক রণদীপ গুলেরিয়া। তাঁদের কাছেও প্রতিক্রিয়া জানতে চেয়েছে বোম্বে হাইকোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File