Saokat Molla | MLA শওকত মোল্লার গাড়ির ধাক্কায় মৃত বাইক চালক, কান্নায় ভেঙে পড়ল পরিবার
Tuesday, September 2 2025, 4:16 pm

গুরুতর আহত অবস্থায় বাইক চালককে ভর্তি করা হয় হাসপাতালে। আজ সন্ধে নাগাদ মৃত্যু হয় তাঁর।
ভাঙড় থেকে কলকাতায় আসার পথে দুর্ঘটনার কবলে ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার কনভয়। সূত্রের খবর, মঙ্গলবার সকালে কলকাতা পুলিশের পাইলট কারে করে কলকাতায় আসছিলেন শওকত মোল্লা। হঠাৎ পাইলট কারের অ্যাক্সেলেটর ভেঙে গিয়ে সামনে থাকা একটি মোটর বাইকে ধাক্কা মারে। আজ সন্ধে নাগাদ গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় বাইক আরোহীর। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ তাজউদ্দিন। এঘটনায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা। শওকত মোল্লার উপর একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন।
- Related topics -
- ভাঙড়
- রাজ্য
- ক্যানিং
- তৃণমূল সাংসদ
- তৃণমূল নেতা
- তৃণমূল কর্মী
- তৃণমূল কাউন্সিলার
- গাড়ি দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- মৃত্যু
- কলকাতা পুলিশ
- আহত
- বাইক আরোহী