Bike Care For Monsoon | বর্ষায় দুর্ঘটনা এড়াতে ও মসৃণ রাইডের জন্য বাইকাররা মেনে চলুন এই ক'টি জিনিস!
বর্ষায় বাইক দুর্ঘটনা হয় বেশি। ফলে বর্ষায় ভেজা রাস্তায় সাবধানতার জন্য বাইক চালকদের মেনে চলা উচিত কয়েকটি জিনিস।
ইতিমধ্যেই দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে প্রবেশ করেছে বর্ষা। পশ্চিমবঙ্গেও উত্তরবঙ্গেও (North Bengal) বর্ষা পা রেখেছে। কয়েকদিনের মধ্যেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গেও (South Bengal)। বর্ষাকাল (Monsoon) আসার আগের থেকেই আমরা অনেকেই নানারকম প্রস্তুতি নিয়ে থাকি। বাইরে বেরোলেই সঙ্গে থাকে ছাতা (Umbrella) বা রেনকোর্ট (Raincoat)। বর্ষা এলে বদলে যায় আমাদের জুতোর ধরণও। তবে এরকমভাবে সব থেকে বেশি প্রস্তুতি নেওয়া দরকার যাদের রয়েছে বাইক (Bike)।
বর্ষায় রাস্তায় প্রায়ই দুর্ঘটনা হয়ে থাকে। গাড়ি পিছলে গিয়ে দুর্ঘটনা নতুন নয় মোটরবাইক চালকদের জন্য। ফলে বর্ষা আসতাই বেশ কিছু সাবধানতা মেনে চলতে হবে বাইকারদের (Biker)। ফলে আপনারও যদি মোটরবাইক কিংবা স্কুটার (Scooter) থাকে তাহলে দেখে নিন বর্ষাকালে সাবধানতার জন্য কী ব্যবস্থা নেবেন।
১. পুরনো টায়ার বদলান | Replace Old Tires :
আপনার বাইক বা স্কুটার যদি বেশ কয়েক বছরের পুরোনো হয় তাহলে সেটির কার্যকারীতা কমে যায়। যার প্রভাব পরে টায়ারে। আর টায়ার পুরোনো হয়ে গেলে তা বর্ষার পিছোল রাস্তায় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। এছাড়াও বৃষ্টির সময় চাকায় পেরেক বা নুড়ি পাথর লাগার ফলে পাংচার (Puncture) হওয়ার ঝুঁকি থাকে। তাই বর্ষাকালের আগে বাইক বা স্কুটারের টায়ার পুরনো থাকলে তা দ্রুত বদল করে নিন।
২. ব্রেক ও হেলমেট | Brakes and Helmets :
দুচাকা গাড়ির ক্ষেত্রে হেলমেটের গুরুত্ব নিয়ে নতুন করে আর কিছু বলার দরকার মনে হয়না না আছে। যেরকমই ঋতু হোকনা কেন, বাইক বা স্কুটারে সব সময় মাথায় হেলমেট পরেই চাপবেন। বহু দুর্ঘটনার ক্ষেত্রে দেখা গিয়েছে, মাথায় হেলমেট থাকার কারণে ব্যক্তি প্রাণে গিয়েছেন। বর্ষাকালের রাস্তায় গাড়ি এমনই পিছলে যায়। সে সময় আপনার মাথায় হেলমেট থাকলে তা প্রাণ রক্ষা করতে পারে।
অন্যদিকে, বাইক বা স্কুটারের ব্রেক খুব শক্ত থাকলে রাস্তায় চাকা স্কিড খেতে পারে। আবার অনেক সময় ব্রেক ঢিলে হয়ে গেলে সময়মতো বাইক থামানো যায় না, ফলে দুর্ঘটনা এড়ানোর সুযোগই থাকেনা। সুতরাং আপনার মোটরসাইকেল বা স্কুটারের ব্রেক যদি খারাপ থাকে তাহলে তা অবশ্যই মেকানিককে দেখিয়ে ঠিক করে নিন।
৩. গাড়ির সার্ভিসিং | Car Servicing :
কিছু সময় অন্তর গাড়ির সারভিসিং করানো অত্যন্ত প্রয়োজন। কারণ স্কুটি বা বাইকের কল-কবজা ঠিক থাকলে বর্ষায় ভেজা অথবা এমনিই ভেজা রাস্তাতেও মসৃণ রাইডিং করা যায়। সার্ভিসিং করার সময় বেশ কিছু পার্টসে অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত। যার মধ্যে অন্যতম পুরনো টায়ার।
৪. ইন্ডিকেটর | Indicator :
যেকোনও ঋতুই হোকনা কেন, ইন্ডিকেটর ঠিক থাকা দরকার। রাস্তায় ভালো দৃশ্যমান্যতার জন্য এই ইন্ডিকেটরগুলির ঠিকভাবে কাজ করা প্রয়োজন। যদিও কোনো ভাবে ইন্ডিকেটর ভেঙে যায় বা বাল্ব ফিউজ হয়ে থাকে তাহলে অবিলম্বে সেটি ঠিক করা প্রয়োজন।
৫. হেডল্যাম্প ও টেইলল্যাম্প | Headlamp and Taillamp :
বাইকের দৃশ্যমান্যতা বাড়ায় হেডলাইট এবং টেইলল্যাম্প। এই দুই লাইট খারাপ হলে বড় বিপদে পড়তে পারেন আপনি। হেডল্যাম্প ও টেইলল্যাম্প যদি জ্বালা থাকে তাহলে দুর্ঘটনার হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়। তাই বর্ষাকাল আসার আগেই আপনার বাইকের হেডল্যাম্প ও টেইলল্যাম্প ঠিক করিয়ে নিন।
আপনার যদি দুচাকা গাড়ি থাকে তাহলে উপরক্ত বিষয়গুলি মাথায় রাখা অত্যন্ত জরুরি। তবে তার থেকে বেশি জরুরি সাবধানতা অবলম্বন করা। মনে রাখবেন বাইক বা স্কুটার চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখবেন। সঙ্গে রাস্তায় রেশারেশি করবেন না। আপনার জীবনের সাবধানতা আপনাকেই মেনে চলতে হবে।
- Related topics -
- লাইফস্টাইল
- বর্ষাকাল
- মোটর বাইক
- বাইক আরোহী
- সাবধানতা
- পথদুর্ঘটনা