Haryana | কাটা হাত নিয়েই পায়ে হেটে ১৫০ কিলোমিটার পার কিশোরের! কাজের নামে হরিয়ানায় চললো অকথ্য অত্যাচার!
Friday, August 8 2025, 5:03 pm
Key Highlightsখড় কাটার মেশিনে কেটেছে হাত, কিন্তু তারপরও কিশোরকে হাসপাতালে না নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে তার থেকে চুরি করা হলো টাকা।
খড় কাটার মেশিনে কেটেছে হাত, কিন্তু তারপরও কিশোরকে হাসপাতালে না নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে তার থেকে চুরি করা হলো টাকা। এরপর কাটা হাত নিয়েই হেটে প্রায় ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করে ১৫ বছরের ওই কিশোর। পরে কনুই থেকে হাত বাদ দিতে হয় তার। অভিযোগ, কাজের টোপ দিয়ে বিহার থেকে হরিয়ানায় নিয়ে যাওয়া হয় বিহারের ওই কিশোরকে। সেখানে জোর করে তাঁকে দিয়ে মেশিনে খড় কাটানো হত। চলত অকথ্য অত্যাচারও। সে যাতে পালিয়ে না যায় তার জন্য তাকে আটকে রাখা হতো একটি ঘরে। দেওয়া হতো না বেতন এমনকি ঠিকমতো খাবারও।

