Bihar Election 2025 | বিহারে বাজলো ভোটের দামামা, প্রথম দিনেই ভাগ্যপরীক্ষা লালুপ্রসাদ-এর দুই ছেলের!

২৪৩-এর মধ্যে ১২১টি আসনে ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন বিহারের প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ ভোটার।
SIR-কে কেন্দ্র করে সরগরম বিহার। এই অবস্থায় বৃহস্পতিবার শুরু হচ্ছে বিহারের প্রথম দফার নির্বাচন। ২৪৩ এর মধ্যে ১২১টি আসনে ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন বিহারের ভোটার। প্রথম দফার ভোটেই সম্মুখ সমরে নামছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এই প্রথম নিজের দল গড়ে ময়দানে নেমেছেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। আজ ভাগ্য পরীক্ষা হবে লালু প্রসাদ যাদবের দুই পুত্র তেজ প্রতাপ যাদব ও তেজস্বী যাদবের। মহুয়া ও রাঘপুর থেকে লড়ছেন দুই ভাই। প্রথমবার ভোটের ময়দানে নেমেছে প্রশান্ত কিশোর এবং তাঁর জন সুরাজ পার্টি।
- Related topics -
- দেশ
- বিহার
- ভোট প্রচার
- ইলেকট্রনিক ভোটিং মেশিন
- ভারত
