Bidhannagar PS | রবিবার আদালতে তোলা হবে ধৃত শতদ্রুকে, যুবভারতী কাণ্ডে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের

Sunday, December 14 2025, 5:21 am
highlightKey Highlights

ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির একাধিক ধারায় মামলা পুলিশ রুজু করে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।


যুবভারতীতে বিশৃংঙ্খলার পর কলকাতা বিমানবন্দর থেকে আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ধৃত শতদ্রু দত্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। সকাল থেকেই গোটা আদালত চত্বরকে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে। যুবভারতীর সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছেন পুলিশ আধিকারিকরা। বিধাননগর দক্ষিণ থানায় অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো সহ ভারতী ন্যায় সংহতির ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫, ৪৬ এবং নাশকতামূলক কার্যকালাপ ছড়ানোর ও জনগনের নিরাপত্তা বিঘ্নিত অভিযোগে এই মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File