US President Election । প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাইডেন! ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ডেমোক্র্যাটদের পদপ্রার্থী হতে চলেছেন কমলা হ্যারিস!
Monday, July 22 2024, 3:14 am
Key Highlightsমার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। তাঁর জায়গায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ডেমোক্র্যাটদের পদপ্রার্থী হতে চলেছেন কমলা হ্যারিস।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। তাঁর জায়গায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ডেমোক্র্যাটদের পদপ্রার্থী হতে চলেছেন কমলা হ্যারিস। দীর্ঘদিন ধরেই বাইডেন মুখ ফসকে বিভিন্ন কথা বলে ফেলছিলেন। সেই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের উপরে লাগাতার চাপ বাড়ছিল। শেষপর্যন্ত সেই চাপের মুখে লড়াই থেকে পিছিয়ে এলেন বাইডেন। তবে মেয়াদ শেষ করে যাবেন তিনি। অন্যদিকে, প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হবেন কমলা।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাজনীতি
- রাজনৈতিক
- রাষ্ট্রপতি নির্বাচন
- জো বাইডেন
- কমলা হ্যারিস

