Bhopal | ৬ বছরের শিশুকে ধর্ষণ, ফিল্মি কায়দায় অভিযুক্তকে এনকাউন্টার পুলিশের!

২১ নভেম্বর রাইসেনে চকোলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল মধ্যপ্রদেশ।
২১ নভেম্বর রাইসেনে চকোলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল মধ্যপ্রদেশ। প্রায় ১৪৪ ঘণ্টার তল্লাশি শেষে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত যুবক সলমনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, সলমনকে গাড়িতে করে রাইসেনে নিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা আচমকাই পাংচার হয়ে যায়। পুলিশের দাবি, অন্য গাড়িতে যাওয়ার সময় একজন সাব ইন্সপেক্টরের রিভলভার ছিনিয়ে গুলি চালাতে শুরু করে সলমন। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি ছোড়ে পুলিশও। গুলি লাগে সলমনের পায়ে। আপাতত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
