Bhaifota 2024 । নভেম্বরের ২ না ৩? এ বছর কবে পড়ছে ভাতৃদ্বিতীয়া?
Saturday, November 2 2024, 11:44 am
Key Highlights
রাত পোহালেই ভাইফোঁটা। এবছর ভাইফোঁটার দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ২ নভেম্বর, সন্ধ্যা ৬:৫৩ মিনিটে,শেষ হবে ৩রা নভেম্বর,রোববার, রাত্রি ৮:১৫ মিনিটে।
রাত পোহালেই ভাইফোঁটা। কথিত আছে, এদিন মৃত্যুর দেবতা যম, তার বোন যমুনার হাত থেকে ফোঁটা নিয়েছিলেন। এবছর ভাইফোঁটার দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ২রা নভেম্বর,শনিবার, সন্ধ্যা ৬:৫৩ মিনিট থেকে। দ্বিতীয়া তিথি শেষ হবে ৩রা নভেম্বর, রোববার, রাত্রি ৮:১৫ মিনিটে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা পালিত হলেও, পূর্ব বঙ্গে অর্থাৎ বাংলাদেশের বহু জায়গায় প্রতিপদেও ভাইফোঁটা পালিত হয়। এবছর, প্রতিপদ তিথি শুরু হয় ১লা নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৫:০৮ মিনিটে, শেষ হচ্ছে ২রা নভেম্বর, শনিবার, রাত্রি ৬:৫৩ মিনিটে।
- Related topics -
- পুজো ও উৎসব
- ভাইফোঁটা
- উৎসব ২০২৪
- অন্যান্য