Punjab | স্বর্ণমন্দিরের কাছে তিন শহরকে 'পবিত্র শহর' হিসেবে মান্যতা, নিষিদ্ধ হবে মদ-মাংস!

Wednesday, November 26 2025, 10:54 am
highlightKey Highlights

পঞ্জাবের তিন শহরে মাংস, মদ ও তামাকজাত পণ্যের বিক্রি এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে, বিধানসভায় এমনই প্রস্তাব পেশ করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।


পঞ্জাবের তিন শহরে মাংস, মদ ও তামাকজাত পণ্যের বিক্রি এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে, বিধানসভায় এমনই প্রস্তাব পেশ করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শহিদ দিবস উপলক্ষেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, শ্রীআনন্দপুর সাহিব, তলওয়ান্ডি সাবো এবং অমৃতসরের বিশেষ করে স্বর্ণমন্দিরের আশপাশের এলাকাকে ‘পবিত্র শহর’ হিসাবে ঘোষণা করার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, এই এলাকার ঐতিহাসিক গুরুত্ব বিচার করেই এই প্রস্তাব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File