Bhabanipur | মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই নাম নেই ৪৪ হাজার ৭৮৬ জনের! খাঁ খাঁ করছে খসড়া তালিকা

মঙ্গলবার এসআইআর-এর প্রথম খসড়া তালিকা প্রকাশ হতে দেখা গেল মমতার কেন্দ্র ভবানীপুরে ৪৪ হাজার ৭৮৬ জনের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।
মঙ্গলবার প্রকাশিত হয়েছে এসআইআরের প্রথম খসড়া ভোটার তালিকা। তালিকায় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে ৪৪ হাজার ৭৮৬ জনের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক। এই কেন্দ্র থেকেই পরপর তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। তালিকা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি কালীঘাটে নিজের বাসভবনে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। কালীঘাট সংলগ্ন ওয়ার্ডে কাদের নাম বাদ গেল, তা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
