Best Places to Visit in April | এপ্রিলে কোথাও ঘুরতে যাবেন ভাবছেন? রইলো ভারতে এপ্রিলে ঘোরার জন্য সেরা ডেস্টিনেশনের খোঁজ!

Tuesday, April 9 2024, 10:04 am
highlightKey Highlights

ভারতে এপ্রিলে ঘোরার জন্য এমন কিছু সেরা জায়গা রয়েছে যেখানে এই সময়ে গেলে পাবেন মনোরম আবহাওয়া ও পরিবেশ। সঙ্গে পাবেন ঘোরার জন্য দারুন সব জায়গাও।


সময় পেলেই ঘুরতে যেতে পছন্দ কে না করেন। যারা ভ্রমণ পিপাসু তারা সর্বদাই চেষ্টা করেন স্থান ভেদে দুর্দান্ত, মনোরম আবহাওয়ায় ঘুরতে যেতে। যেমন যারা পাহাড়ে যেতে পছন্দ করেন তারা এমন সময় যান যখন সেখানে বরফ পাওয়া যাবে বা রাস্তা পরিষ্কার থাকবে। সেরকমই ভারতের এমন কিছু জায়গা রয়েছে যা এপ্রিল মাসে যাওয়ার জন্য সেরা। দেখে নিন ভারতে এপ্রিলে ঘোরার জন্য সেরা জায়গা (best places to visit in april in india)।
মুক্তেশ্বর, উত্তরাখণ্ড । Mukteshwar, Uttarakhand :
নৈনিতাল থেকে আনুমানিক ৫০ কিমি দূরে অবস্থিত, মুক্তেশ্বর (Mukteshwar) থেকে নন্দা দেবী এবং অন্যান্য হিমালয় পর্বতমালার মনোরম দৃশ্য দেখা যায়। জনপ্রিয় মুক্তেশ্বর মন্দিরও ঘুরে দেখতে পাবেন। এখানে মূল আকর্ষণ ভালু গাদ জলপ্রপাত, চাউলি কি জালি এবং মুক্তেশ্বর পরিদর্শন বাংলো। এপ্রিল মাসে এখানে স্বাভাবিকভাবে সর্বোচ্চ তাপমাত্রা থাকে ২১ ডিগ্রি এবং সর্বনিম্ন ৭ ডিগ্রি।


নারতিয়াং, মেঘালয় । Nartiang, Meghalaya :
এপ্রিল ভারতে ঘোরার জন্য সেরা জায়গা (Best Places to Visit in April in india) মেঘালয়ের নারতিয়াং। এপ্রিলে পশ্চিম জৈন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে পাবেন। এছাড়াও চৈত্র নবরাত্রি উদযাপনের সময় জয়ন্তী দুর্গা মন্দিরেও যেতে পারেন। মেঘালয়ে অসংখ্য জলপ্রপাত দেখা যায়, তাই নারতিয়াং-এর কাছাকাছি জায়গাগুলি পরিদর্শন করার হলে এপ্রিল মাস অন্যতম। এখানের মূল আকর্ষণ হলো খাসি মনোলিথ, তিরশি জলপ্রপাত এবং থাডলাস্কিন লেক। এপ্রিল মাসে এখানে স্বাভাবিকভাবে সর্বোচ্চ তাপমাত্রা থাকে ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি।

আরো পড়ুন: Ajker bangla khabar


কাপুরথালা, পঞ্জাব । Kapurthala, Punjab :
যেসব ভ্রমণকারীরা যারা প্রাণবন্ত ভারতীয় উৎসব পছন্দ করেন তারা এপ্রিল মাসে কাপুরথালা ঘুরে আসতে পারেন। সীমাহীন মজা এবং আনন্দের সাথে পঞ্জাবের ফসল কাটা উৎসব উদযাপন করা হয় এপ্রিল মাসের বৈশাখী মেলায়। ভাংড়ার ঐতিহ্যবাহী নাচ থেকে শুরু করে কুস্তি প্রতিযোগিতা এবং আরও অনেক কিছু আয়োজন করা হয়। কাপুরথালার মূল আকর্ষণ হলো- জগৎজিৎ প্যালেস, স্টেট গুরুদ্বার, মুরিশ মসজিদ এবং শালিমার গার্ডেন। এপ্রিল মাসে এখানে স্বাভাবিকভাবে সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি।

শ্রীনগর, জম্মু ও কাশ্মীর । Srinagar, Jammu and Kashmir :
ভারতে এপ্রিলে ঘোরার জন্য সেরা জায়গা (best places to visit in april in india) এর মধ্যে অন্যতম শ্রীনগর। এপ্রিল মাস কাশ্মীরের শ্রীনগরে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে বিশ্ব-বিখ্যাত টিউলিপ উৎসবের জন্য বিখ্যাত। এছাড়াও জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের মূল আকর্ষণ হলো ডাল লেক, অহরবল জলপ্রপাত এবং শঙ্করাচার্য মন্দির। এখানে এপ্রিল মাসে স্বাভাবিকভাবে সর্বোচ্চ তাপমাত্রা থাকে ২২ ডিগ্রি এবং সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন: Health tips in bangla

কাসাউলি, হিমাচল প্রদেশ । Kasauli, Himachal Pradesh :
হিমাচল প্রদেশের এই অদ্ভুত হিল স্টেশনটি দিল্লি এবং চণ্ডীগড়ের বাসিন্দাদের জন্য সপ্তাহান্তে ভ্রমণের অন্যতম জনপ্রিয় স্থান। এপ্রিল ভারতে ঘোরার জন্য সেরা জায়গা (Best Places to Visit in April in india) কাসাউলি। কারণে এপ্রিল মাসে এখানে মনোরম জলবায়ু উপভোগ করা যায়। এছাড়াও কাসাউলি আশেপাশের বনের নির্মল পথের মধ্য দিয়ে সতেজ পর্বতারোহণের জন্য উপযুক্ত।এখানের মূল আকর্ষণ হলো বাবা বলক নাথ মন্দির, মাঙ্কি পয়েন্ট, ব্যাপটিস্ট চার্চ এবং সাই মন্দির। এপ্রিল মাসে এখানে স্বাভাবিকভাবে সর্বোচ্চ তাপমাত্রা থাকে ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস।


কার্শিয়াং, পশ্চিমবঙ্গ । Kurseong, West Bengal :
মন্ত্রমুগ্ধকর দৃশ্য, চা বাগান, সুন্দর অর্কিড বাগান এবং সারা বছর ধরে মনোরম আবহাওয়ার জন্য পরিচিত কার্শিয়াং (Kurseong)। বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীজগতের বিচিত্র দেখা যায়। এখানের মূল আকর্ষণ হলো নেতাজি সুভাষ চন্দ্র বসু মিউজিয়াম এবং ঈগলস ক্র্যাক। কার্শিয়াং-এ এপ্রিল মাসে স্বাভাবিকভাবে সর্বোচ্চ তাপমাত্রা থাকে ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন: West bengal Weather Report


তেজপুর, আসাম । Tezpur, Assam :
আসামের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, তেজপুর প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষে সমৃদ্ধ একটি শান্ত শহর। আসামের জনপ্রিয় তীর্থস্থান হিসাবে সম্মানিত, এটি নলেশ্বর দেবালয়, হুদুপাড়া থান এবং পিঙ্গলেশ্বর দেবালয় সহ অসংখ্য পবিত্র মন্দিরের আবাসস্থল। তেজপুর আসাম (Tezpur Assam) এর মূল আকর্ষণ হলো গুপ্তেশ্বর মন্দির, সিংরি, এবং লাওখোয়া-বুরা চাপরি ইকোসিস্টেম। এপ্রিল মাসে এখানে স্বাভাবিকভাবে সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের পরিবেশ এবং জলবায়ুর ব্যাপক পরিবর্তন হয়েছে। ফলে যখন তখন বৃষ্টি, পাহাড়ি এলাকায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে চলেছে। ফলে যে মরশুমই হোক না কেন, আগে ভ্রমণস্থলের আবহাওয়া এবং সেখানকার যাতায়াত পথ সম্পর্কে খবর নিয়ে নেবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File