Iran-Israel | ইরানে ফের হামলার হুঁশিয়ারি! সাধারণ নাগরিকদের সরে যাওয়ার বার্তা দিলো বেঞ্জামিনের সেনা!
Sunday, June 15 2025, 2:30 pm
Key Highlightsনতুন করে ইরানের অস্ত্র কারখানা ও অস্ত্র ভাণ্ডারগুলিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইজরায়েল।
ইরান ইজরায়েলের একে অপরকে হামলা নিয়ে বিপদের শঙ্কা দেখছে গোটা বিশ্ব। শুক্রবার ইরানে হামলা করেছিল ইজরায়েল। একদিন পর ইজরায়েলে পালটা হামলা চালাল ইরান। ৬৫ মিনিটে ২০০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। এবার নতুন করে ইরানের অস্ত্র কারখানা ও অস্ত্র ভাণ্ডারগুলিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইজরায়েল। রবিবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ওই অঞ্চল থেকে সাধারণ নাগরিকদের সরে যাওয়ার বার্তা দিলো।

