দেশ

RCB-Stampede | বেঙ্গালুরু পদপিষ্ট হওয়ার ঘটনায় সাসপেন্ড শহরের পুলিশ কমিশনারকে সহ ৪ শীর্ষ কর্তা !

RCB-Stampede | বেঙ্গালুরু পদপিষ্ট হওয়ার ঘটনায় সাসপেন্ড শহরের পুলিশ কমিশনারকে সহ ৪ শীর্ষ কর্তা !
Key Highlights

এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে। একই সঙ্গেই আরও চার জন শীর্ষ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হওয়ার ঘটনায় সিআইডি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, গাফিলতির অভিযোগে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার দয়ানন্দ, অ্যাডিশনাল কমিশনার বিকাশ কুমার, ডিসিপি শেখর টেক্কান্নাভার, ইন্সপেক্টর গিরিশ এবং কাবান পার্কের এসিপিকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই রাজ্যে হাইকোর্টকে তদন্ত কমিশন গঠন করার কথা জানিয়েছে কর্নাটক সরকার।