Puri clash । পুরীর মন্দিরে রক্তারক্তি কান্ড! বাঙালি পর্যটকের সাথে দুর্ব্যবহারের জেরে মাথা ফাটল ওড়িশা পুলিশের
Sunday, November 10 2024, 4:54 pm
Key Highlightsজগন্নাথ দর্শনে গিয়ে ওড়িশা পুলিশকে মারধরের অভিযোগ উঠল বাঙালি পর্যটকের বিরুদ্ধে।
জগন্নাথ দর্শনে গিয়ে ওড়িশা পুলিশকে মারধরের অভিযোগ উঠল বাঙালি পর্যটকের বিরুদ্ধে। অভিযোগ, শনিবার সকাল ৯টা নাগাদ বাঙালি পর্যটকদের পাঁচজনের একটি দল মন্দিরের বেরোনোর রাস্তা দিয়ে গর্ভগৃহে ঢোকার চেষ্টা করেন। ঘণ্টিদ্বারে নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশকর্মী তাদের আটকালে, দুদলের মধ্যে বচসা শুরু হয়। এইসময়ই পুলিশকর্মীকে আঘাত করেন এক পর্যটক। দুতরফের পক্ষ থেকেই সিংহদ্বার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনার জেরে সোমবার অবধি বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির।
- Related topics -
- জগন্নাথ মন্দির
- পুরী
- বাঙালি
- ওড়িশা
- পুলিশ
- পর্যটক
- পশ্চিমবঙ্গ
- মন্দির

