Iman Chakraborty | 'আমার ভাষাকে ছোট করলে আবার একইভাবে প্রতিবাদ করবো'..বাংলা ভাষার সমর্থনে ফের গর্জে উঠলেন ইমন
Sunday, December 8 2024, 4:57 pm
Key Highlights
বাংলা ভাষার সমর্থন করায় যেমন ইমনকে অনেকে বাহবা দিচ্ছেন, আবার অনেকে সমালোচনাও করছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চিত বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর 'ভাষা বিতর্ক'। বাংলা ভাষার সমর্থন করায় যেমন ইমনকে অনেকে বাহবা দিচ্ছেন, আবার অনেকে সমালোচনাও করছেন। এবার এই ঘটনা নিয়ে রবিবার পোস্ট করেন খোদ ইমন। তিনি লেখেন, 'অনেকে বলছেন, আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য বলেছি। আমি মহান হওয়ার জন্য কথাটা বলিনি। কোথাও কেউ আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই কথাই বলবো, একইভাবে প্রতিবাদ করবো। আমার মাকে যেমন খারাপ বলার অধিকার কেউ দেয়নি, ঠিক সেইভাবে আমার ভাষাকে ছোটো করার অধিকারও কেউ কাউকে দেয়নি'।
- Related topics -
- বিনোদন
- সঙ্গীতশিল্পী
- ইমন চ্যাটার্জী
- ভাইরাল
- সোশ্যাল মিডিয়া