জাতীয় পুরস্কার অর্জন সুমন্তর, সৃষ্টি করেছে হৃৎপিণ্ডের বিকল্প যন্ত্র ‘কার্ডিওভাসকুলার রেপ্লিকেটর’।
Thursday, November 12 2020, 10:24 am

'কার্ডিওভাসকুলার রেপ্লিকেটর’ এই যান্ত্রিক ব্যবস্থা মানবদেহের হৃদযন্ত্রের মতোই কাজ করে তা তো স্পষ্টই। তবে কেমনভাবে কাজ করে এটি? টেবিলে রেখেই পরীক্ষা করা যাবে মানুষের হৃদপিণ্ডের কার্যকারিতা। প্রয়োজনমতো যান্ত্রিক পরিবর্তন করে তৈরি করে নেওয়া যাবে যে কোনো কার্ডিওভাসকুলার অসুস্থতার উপসর্গ। প্রযুক্তির মাধ্যমে এমনই অভিনব এক যন্ত্র তৈরি করছেন খড়গপুর আইআইটির বাঙালি গবেষক সুমন্ত লাহা। আর তার সুবাদেই আরও একবার দেশের মধ্যে সেরার শিরোপা এল বাংলায়। ৫ই নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ডঃ হর্ষবর্ধন এই পুরস্কার তুলে দেন কৃতি গবেষকদের হাতে।বায়োটেকনোলজি বিভাগে সেরা হিসাবে বিবেচিত হয়েছে গবেষক সুমন্ত লাহার কার্ডিওভাসকুলার রেপ্লিকেটর’।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- আইআইটি
- খড়গপুর
- কার্ডিওভাসকুলার রেপ্লিকেটর
- গবেষক সুমন্ত লাহা
- জাতীয় পুরস্কার
- বায়োটেকনোলজি