Asian Yoga Championship । এশিয়ান যোগা চ্যাম্পিয়নশিপে ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতলো বঙ্গকন্যে, হলো এশিয়ার সেরা
এশিয়ান যোগা চ্যাম্পিয়নশিপে খেতাব এল ভারতের ঝুলিতে। সৌজন্যে হুগলির সৃজা সাহা। সিঙ্গাপুরে আয়োজিত দশম যোগা চ্যাম্পিয়নশিপে চারটে ইভেন্টে সোনা ও একটি ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন সৃজা।
এশিয়ান যোগা চ্যাম্পিয়নশিপে পাঁচপাঁচটি খেতাব এলো বাংলার ঝুলিতে। সৌজন্যে বাংলার সৃজা সাহা। চলতি বছরের ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে আয়োজিত হওয়া এশিয়ান যোগা চ্যাম্পিয়নশিপে ৪টে ইভেন্টে সোনা ও ১টি ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন সৃজা। সূত্রের খবর,১৫ বছর বয়সী সৃজা হুগলির মানকুণ্ডুর দু’নম্বর মহাডাঙাগর বাসিন্দা। সৃজা যোগা শুরু করেন মাত্র ৭ বছর বয়স থেকে। মাত্র ৯ বছর বয়সে নবম এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জেতেন সৃজা। পেয়েছেন একাধিক পুরস্কার।