IMA | ৯৮ বছরের ইতিহাসে প্রথমবার! IMAর সর্বভারতীয় মহাসচিব হলেন বাঙালি চিকিৎসক শর্বরী দত্ত
চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন IMAর ৯৮ বছরের ইতিহাসে এই প্রথম সর্বভারতীয় মহাসচিব পদে নির্বাচিত হলেন কোনও মহিলা।
চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন IMAর ৯৮ বছরের ইতিহাসে এই প্রথম সর্বভারতীয় মহাসচিব পদে নির্বাচিত হলেন কোনও মহিলা। এই পদ পেলেন কলকাতার পরিচিত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শর্বরী দত্ত। আরজি কর কাণ্ডে চিকিৎসকদের দেশজোড়া আন্দোলনের মধ্যে এক বাঙালি মহিলা ডাক্তারের IMAর শীর্ষপদে বসার ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। কার্যত বিনা ‘যুদ্ধে’ই সংগঠনের শীর্ষ পদে নির্বাচিত হলেন এই বাঙালি চিকিৎসক। আগামী ২০২৬ সাল পর্যন্ত IMAর মহাসচিব পদের দায়িত্ব সামলাবেন তিনি।