Bengali Film | বাঙালি চিকিৎসক দম্পতির সিনেমার জয়জয়কার আন্তর্জাতিক মঞ্চে, শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য আনএক্সপেক্টেড’

Thursday, September 18 2025, 5:23 am
Bengali Film | বাঙালি চিকিৎসক দম্পতির সিনেমার জয়জয়কার আন্তর্জাতিক মঞ্চে, শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য আনএক্সপেক্টেড’
highlightKey Highlights

দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং পরিচালিত প্রথম বাংলা ছবি ‘দ্য আনএক্সপেক্টেড’ নির্বাচিত হয়েছে শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য।


আরও একবার বিশ্বজয় বাঙালির। শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়েছে বাঙালি চিকিৎসক দম্পত্তির লেখা এবং পরিচালিত প্রথম বাংলা ছবি ‘দ্য আনএক্সপেক্টেড’। সিনেমাটি প্রযোজনা করেছেন ইস্টার্ন থেম্পিয়ানস উইম্বলডন। আগামী ১৪ থেকে ২১ সেপ্টেম্বর শিকাগোতে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হবে। কলকাতার এই চিকিৎসক দম্পতি চান্দ্রেয়ী সেনগুপ্ত এবং দেবাশীষ বন্দোপাধ্যায় থাকেন ইউকেতে এবং তাঁরা ন্যাশনাল হেলথ সার্ভিসে কনসালট্যান্ট হিসাবে নিযুক্ত। তারাই ২০২১ সালে লন্ডন ভিত্তিক থিয়েটার কোম্পানি ইস্টার্ন থেসপিয়ানস শুরু করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File