ফের করোনার থাবা টলিপাড়ায়, এবার সংক্রমিত হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

Thursday, November 19 2020, 11:59 am
ফের করোনার থাবা টলিপাড়ায়, এবার সংক্রমিত হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
highlightKey Highlights

স্টুডিও পাড়ায় এবার কোভিড পজিটিভ হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বুধবার ফেসবুক প্রোফাইলে নিজেই একথা জানিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ফেসবুকে লেখেন, “জীবন সারপ্রাইজে পরিপূর্ণ। আমার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বন্ধুরা, দয়া করে ভয় পেও না। আমি ঠিকঠাক আছি। জ্বর নেই, গায়ে ব্যথা নেই, এখনও পর্যন্ত নিঃশ্বাস-প্রঃশ্বাসে কোনও সমস্যা নেই। শুধুমাত্র একটু নাক বন্ধ রয়েছে। আর কোনও স্বাদ বা গন্ধ পাচ্ছি না। ব্যস এইটুকুই! আমার স্বামী ও মেয়ে ঠিক আছে। ওদের চার কিংবা পাঁচ দিন পর পরীক্ষা করাতে বলা হয়েছে। আমি গত চার দিন ধরে এক্কেবারে রুম আইসোলেশনে রয়েছি আর চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File