WB in National Games | ১৮ থেকে ৮! জাতীয় গেমসে ১৬টি সোনা জয় বাংলার! শেষ দিনেও সোনা জয় মেয়েদের জিমন্যাস্টিক্সের!

Friday, February 14 2025, 8:50 am
highlightKey Highlights

মোট ১৬টি সোনা জিতে তালিকায় ১৮ থেকে ৮ নম্বরে উঠে এসেছে বাংলা।


গতকাল, বৃহস্পতিবার শেষ হয়েছে জাতীয় গেমস। সেখানে মোট ১৬টি সোনা জিতে তালিকায় ১৮ থেকে ৮ নম্বরে উঠে এসেছে বাংলা। বলা বাহুল্য, বাংলার এই সাফল্যের মধ্যে সবচেয়ে বেশি অবদান রয়েছে মেয়েদের জিমন্যাস্টিক্সের। প্রতিযোগিতার শেষ দিনে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অ্যাপারেটার্স বিভাগে বাংলার ঘরে এসেছে আরও দুটি সোনা। ফ্লোর এক্সারসাইজে ১১.৮৬৭ পয়েন্টে প্রথম হয়েছেন প্রণতি দাস। এর ফলে চলতি গেমসে সোনা জয়ের হ্যাটট্রিক করলেন জয়নগরের প্রণতি। এই বিভাগে রুপো বাংলার প্রতিষ্ঠা সামন্তর। প্রতিষ্ঠা একটি ব্রোঞ্জও পান ভল্টিংয়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File