ICSE-ISC Result 2025 | ICSE এবং ISC -তে নজির বঙ্গে, পাশের হারে ছাত্রদের ছাপিয়ে গেলো ছাত্রীরা !

আইসিএসই এবং আইএসসি দুই পরীক্ষাতেই নজির গড়ল বাংলা।দুই পরীক্ষাতেই ছাত্রদের তুলনায় পাশের হার বেশি ছাত্রীদের।
প্রকাশিত হয়েছে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন বা সিআইএসসিই আয়োজিত আইসিএসই, আইএসসি দশম এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট। ফলপ্রকাশ হতেই দেখা গেলো এরাজ্যে পাশের হারের নিরিখে এগিয়ে আছে ছাত্রীরা। বোর্ডের তথ্য বলছে, গোটা দেশে আইএসসিতে অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৯৯.০২ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৯৮.৬৪ শতাংশ, ছাত্রীদের ৯৯.৪৫ শতাংশ। গোটা দেশে আইএসসিইতে অর্থাৎ দশম শ্রেণিতে মোট পাশের হার ৯৯.০৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৮.৮৪ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯৯.৩৭ শতাংশ।