“খেলা শেষ, টিএমসি লস্ট”- ভোট শেষের আগেই ফল ঘোষণা দিলীপ ঘোষের
Friday, April 23 2021, 8:34 am
Key Highlightsরাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কিছুক্ষন আগে সোশ্যাল প্লাটফর্মে নিজের টুইটারে একটি পোস্ট করেন। তারপরেই যেমন বিজেপি সমর্থকরা অভিনন্দন জানিয়েছেন, ঠিক তেমনই নেটিদুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের এখনও দু'দফা ভোট বাকি আছে। ভোট সম্পন্ন হবার আগেই দিলীপ ঘোষ নির্বাচনের ফলাফল স্বরূপ “খেলা শেষ, বিজেপি উইন-টিএমসি লস্ট” -এর ছবি দিয়ে একটি ছবি টুইটারে পোস্ট করেছেন। তাঁর এমন মন্তব্য ওয়াকিবহল মহলকেও যথেষ্ট চিন্তায় ফেলেছে।