WB GST | গোটা ভারতের চেয়ে ২ শতাংশ এগিয়ে পশ্চিমবঙ্গ! ২০১৪-২০২৫ অর্থবর্ষে বেড়েছে বাংলার জিএসটি আদায়!

Monday, April 7 2025, 2:41 pm
highlightKey Highlights

২০১৪ থেকে ২০২৫ অর্থবর্ষে দেশের সার্বিক বৃদ্ধির হারের তুলনায় বাংলার জিএসটি আদায় বৃদ্ধি পেয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


২০১৪ থেকে ২০২৫ অর্থবর্ষে দেশের সার্বিক বৃদ্ধির হারের তুলনায় বাংলার জিএসটি আদায় বৃদ্ধি পেয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ওই অর্থবর্ষে জিএসটি বাবদ ৪ হাজার ৮০৮ কোটি টাকা বেশি আদায় হয়েছে। যা পূর্ববর্তী অর্থবর্ষের তুলনায় ১১.৪৩ শতাংশ বেশি। একই অর্থবর্ষে দেশে জিএসটি আদায় বেশি হয়েছে ৯.৪৪ শতাংশ। অর্থাৎ গোটা দেশে জিএসটি আদায়ের পরিমাণ যা বেড়েছে তার থেকে পশ্চিমবঙ্গে ২ শতাংশ বেশি হয়েছে। এছাড়াও রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি থেকেও আদায় বেড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File