দেশ

হাসপাতালে বেডের পাশাপাশি নেই ভ্যাকসিন এবং করোনার জীবনদায়ী ওষুধ, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

হাসপাতালে বেডের পাশাপাশি নেই  ভ্যাকসিন এবং করোনার জীবনদায়ী ওষুধ, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
Key Highlights

প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি তিনটি বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে এই মুহূর্তে ৫.৪ কোটি ভ্যাকসিন প্রয়োজন রয়েছে। এছাড়াও করোনায় জীবনদায়ী ওষুধ টসিলিজুমাব ও রেমডেসিভিরের অপ্রতুলতা রয়েছে। অন্তত ছয় হাজার রেমডেসিভিরের ভায়াল ও এক হাজার টসিলিজুমাবের ভায়াল কেন্দ্রের কাছে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, নজিরবিহীন ভয়াবহতার চিত্র দেখছে দেশ। রবিবার আড়াই লাখ পার করল দৈনিক আক্রান্তের সংখ্যা।