Sunita Williams | দীর্ঘ ৯ মাস মহাকাশে থাকায় ধরা পড়েছে ‘বেবি ফিট’! পৃথিবীতে ফিরে হাঁটতে পারবেন সুনিতারা?

সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরদের পৃথিবীতে নিয়ে ফিরতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছে স্পেসএক্সের ক্রিউ ১০ মহাকাশযান।
সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরদের পৃথিবীতে নিয়ে ফিরতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছে স্পেসএক্সের ক্রিউ ১০ মহাকাশযান। তবে এই সুখবরের মধ্যেও রয়েছে চিন্তার বিষয়। কারণ দীর্ঘ ন’মাস মহাকাশে থাকার ফলে সুনীতাদের সম্মুখীন হচ্ছেন ‘বেবি ফিট’, ‘বোন ডেনসিটি লস’ এর মতো একাধিক সমস্যার। অর্থাৎ দীর্ঘ দিন ধরে মহাকাশে থাকার ফলে সুনীতাদের পা একটি শিশুর পায়ের মতোই নরম হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে পৃথিবীতে ফিরে পা ফেলে হাঁটতে অসম্ভব সমস্যার সম্মুখীন হতে হবে দুই মহাকাশচারীদের।