China K-visa | ‘কে ভিসা’য় বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে ভারতীয় প্রতিভাবানদের স্বাগত জানাচ্ছে বেজিং, অসন্তোষ চিনা-দের
Friday, October 3 2025, 4:34 pm
Key Highlightsপরিসংখ্যান বলছে, বছরে অনুমোদনপ্রাপ্ত ৮৫ হাজার এইচওয়ানবি ভিসার ৭০ শতাংশই ভারতীয়দের।
ট্রাম্প H-1B ভিসার দাম বাড়িয়ে ১ লক্ষ ডলার করার পরেই চিনে চালু হয়ে গিয়েছে ‘কে ভিসা’। বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রের প্রতিভাবানদের বেজিংয়ে স্বাগত জানাতে চাইছে জিনপিং সরকার। পরিসংখ্যান বলছে, বছরে অনুমোদনপ্রাপ্ত ৮৫ হাজার এইচওয়ানবি ভিসার ৭০ শতাংশই ভারতীয়দের। এঘটনায় অসন্তুষ্ট এক চিনা যুবক সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘আমাদের এখানে স্নাতকের সংখ্যা অগুনতি। বলার অপেক্ষা রাখে না স্নাতকোত্তর কিংবা গবেষক ডিগ্রিও কম নেই। দেশীয় প্রতিভার বিরাট ব্যাঙ্ক এখানে রয়েছে। অথচ আমরা কিনা বিদেশি স্নাতকদের এখানে ডেকে আনছি?’
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- ভারত-চিন সীমান্ত
- চীন
- চিন
- এইচ-১বি ভিসা
- ভিসা নিষেধাজ্ঞা
- ভারতীয়
- আমেরিকা
- বেজিং
- নয়াদিল্লি

