Grade 1 Heritage status । ‘গ্রেড ওয়ান হেরিটেজ’ এর তকমা পেলো বেহালার ঐতিহ্যবাহী শিব মন্দির
কলকাতা পুরসভার হেরিটেজ বা ঐতিহ্যবাহী ভবনের তালিকায় স্থান পেল বেহালা আর্য সমিতি রোডের শিব মন্দির। এই মন্দিরকে ‘গ্রেড ওয়ান হেরিটেজ’ হিসাবে তালিকাভুক্ত করল পুরসভা।
শহর কলকাতার মোড়ে মোড়ে লুকিয়ে আছে ঐতিহ্যের গন্ধ। এবার কলকাতা পুরসভার হেরিটেজ বা ঐতিহ্যবাহী ভবনের নাম উঠলো বেহালা আর্য সমিতি রোডের শিব মন্দিরের। ‘গ্রেড ওয়ান হেরিটেজ’ তালিকায় স্থান পেল মন্দিরটি। মন্দির কতৃপক্ষ সূত্রে খবর, মন্দিরের শিবলিঙ্গটি প্রায় ২৫০ বছর পুরনো। উত্তরাধিকার সূত্রে মোহিতমোহন হালদার ও ক্ষেত্রপদ হালদারের পরিবার মন্দিরের দেখাশোনা করছেন। প্রতি বছর ১২ ডিসেম্বর বার্ষিক উৎসব পালন হয় মন্দিরে। বার্ষিক অনুষ্ঠানের আগে এই সম্মানে খুশি কর্তৃপক্ষ।
- Related topics -
- শহর কলকাতা
- ন্যাশনাল হেরিটেজ
- কলকাতা পুরসভা
- প্রাচীনতম মন্দির
- মন্দির
- বেহালা