Chardham yatra 2025 | চারধাম যাত্রা শুরুর আগেই নিষেধাজ্ঞা! বানানো যাবে না রিল-ভিডিও
Thursday, March 27 2025, 2:36 pm

অক্ষয় তৃতীয়ার দিন ৩০ এপ্রিল শুরু হতে চলেছে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। কিন্তু এই যাত্রা শুরুর আগেই প্রশাসন ছবি তোলা ও ভিডিয়ো করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
এবছর অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ ৩০ এপ্রিল উত্তরাখণ্ডের চারধাম যাত্রা শুরু হতে চলেছে। এবছর যাত্রার জন্যে একগুচ্ছ নতুন নিয়ম জারি করলো প্রশাসন। বদ্রীনাথ ধামের পাণ্ডা কোষাধ্যক্ষ অশোক টোডারিয়া জানিয়েছেন, এবার থেকে টাকা নিয়ে ভিআইপি দর্শন করানো হবে না। এতে ঈশ্বরের মর্যাদাহানি হয়। এছাড়াও এবার থেকে মন্দিরের ভেতরে ছবি তোলা, ভিডিয়ো বা রিল বানানো নিষিদ্ধ করা হয়েছে। সূত্রের খবর, এবছর প্রায় ৯ লক্ষ মানুষ চারধাম যাত্রার জন্যে নাম নথিভুক্ত করেছেন।
- Related topics -
- দেশ
- কেদারনাথ
- পদযাত্রা
- উত্তরাখন্ড
- সোশ্যাল মিডিয়া
- অক্ষয় তৃতীয়া
- পুলিশ প্রশাসন