রাজ্য

Digha Jagannath Temple | ‘দুয়ারে রেশন’-এ এবার পাবেন দিঘার প্রসাদ! উদ্যোগী মুখ্যমন্ত্রী

Digha Jagannath Temple | ‘দুয়ারে রেশন’-এ এবার পাবেন দিঘার প্রসাদ! উদ্যোগী মুখ্যমন্ত্রী
Key Highlights

রথযাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে।

দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মন্দিরের প্রসাদ বঙ্গজুড়ে বিতরণ করা হবে। এবার দিঘার প্রসাদ বাংলার ঘরে ঘরে পৌঁছতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, খাদ্য দপ্তরের প্রকল্প ‘দুয়ারে রেশন’এর মাধ্যমেই প্রসাদের বাক্সগুলি বিতরণ হবে। বাক্সের মধ্যে প্রসাদ হিসাবে থাকবে গজা ও পেড়া। থাকবে জগন্নাথ মন্দিরের ছবিও। আগামী ১৭ জুন থেকে রাজ্যজুড়ে এই প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। আগামী ২৭ জুন রথযাত্রার আগে প্রসাদ বিতরণের কাজ শেষ করে ফেলতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর।