খেলাধুলা

BCCI | বিদায় নিয়েছে ড্রিম ১১, নয়া স্পনসর খুঁজছে BCCI, স্পনসরশিপ পেতে গেলে মানতে হবে একাধিক শর্ত!

BCCI | বিদায় নিয়েছে ড্রিম ১১, নয়া স্পনসর খুঁজছে BCCI, স্পনসরশিপ পেতে গেলে মানতে হবে একাধিক শর্ত!
Key Highlights

কোন ধরনের সংস্থার থেকে দরপত্র নেওয়া হবে না, তাও জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দরপত্র পাঠানোর শেষদিনও ঘোষণা করা হয়েছে।

পাশ হয়েছে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’। ফলে টিম ইন্ডিয়ার স্পনসরশিপ থেকে বিদায় নিতে হয়েছে ড্রিম ১১কে। এবার নতুন স্পনসর এর জন্যে দরপত্র আহ্বান BCCIর। বোর্ডের তরফে জানানো হয়েছে, ২ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে ১৬ সেপ্টেম্বর অবধি যে কোনও স্বনামধন্য সংস্থা দরপত্র পাঠাতে পারে। তবে অনলাইন গেমিং, জুয়া বা ওই ধরনের কোনও সংস্থার দরপত্র গৃহীত হবে না। দরপত্র পাঠাতে পারবে না ক্রিপ্টো ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থা অথবা মদ প্রস্তুতকারক সংস্থারাও। নয়া স্পনসর নিয়ে সাবধানী বোর্ড।