IPL2025 | ৬ই এপ্রিল হচ্ছেনা ম্যাচ ! কেকেআর বনাম লখনৌ এর সংশোধিত ম্যাচ সূচি ঘোষণা BCCIএর

Saturday, March 29 2025, 2:58 am
IPL2025 | ৬ই এপ্রিল হচ্ছেনা ম্যাচ ! কেকেআর বনাম লখনৌ এর সংশোধিত ম্যাচ সূচি ঘোষণা BCCIএর
highlightKey Highlights

৬ এপ্রিলের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ হবে ৮ এপ্রিল।


আইপিএল সূচি অনুযায়ী ৬ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ৬ই এপ্রিল রামনবমী থাকায় ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে সংশয় প্রকাশ করে কলকাতা পুলিশ। দীর্ঘ টানাপোড়েনের পর কেকেআর বনাম লখনৌয়ের পরিবর্তিত ম্যাচ সূচি ঘোষণা করলো বিসিসিআই। ৬ তারিখের বদলে ৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার ইডেনে ৩:৩০টায় মুখোমুখি হবে কেকেআর ও এলএসজি। আবার ওদিনই ৭:৩০টায় ইডেনে পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের খেলা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File