Indian Women Cricketer | ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে কেন্দ্রের চুক্তি ঘোষণা BCCI-এর! কত করে বেতন পাবেন হরমনপ্রীত -মন্ধানারা?
Monday, March 24 2025, 11:38 am
Key Highlightsভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করলো BCCI। মোট ১৬ জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করলো BCCI। মোট ১৬ জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। গ্রেড Aতে রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা। Bতে রয়েছেন রেণুকা ঠাকুর, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ, শেফালি ভার্মা।Cতে রয়েছেন যস্তিকা ভাটিয়া, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোত কৌর, উমা ছেত্রী, স্নেহ রানা, পূজা বস্ত্রকার। BCCI জানিয়েছে, গ্রেড Aর ক্ষেত্রে ৫০ লক্ষ, Bর ক্ষেত্রে ৩০ লক্ষ এবং গ্রেড Cর ক্ষেত্রে ১০ লক্ষ টাকা করে বেতন পাবেন ক্রিকেটাররা।
-  Related topics - 
 - খেলাধুলা
 - ক্রিকেট
 - ক্রিকেটার
 - ভারতীয় ক্রিকেটদল
 - মহিলা ক্রিকেটার
 - ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
 - বিসিসিআই
 

 