Railway | বারুইপুর-ডায়মন্ড হারবার শাখার রেলযাত্রীদের জন্য সুখবর! আর হবে না ওভারহেড-ভোল্টেজ সমস্যা!
Saturday, April 5 2025, 12:39 pm

বারুইপুর ডায়মন্ড হারবার শাখায় ওভারহেডে বিদ্যুৎ বণ্টন সংক্রান্ত সমস্যার জন্য আর থামবে না ট্রেন, কমবে না ট্রেনের গতিও।
বারুইপুর ডায়মন্ড হারবার শাখায় ওভারহেডে বিদ্যুৎ বণ্টন সংক্রান্ত সমস্যার জন্য আর থামবে না ট্রেন, কমবে না ট্রেনের গতিও। কারণ শিয়ালদহ শাখায় নবনির্মিত হোটর স্টেশনে চালু করা হল ট্র্যাকশন সাবস্টেশন বা TSS। হোটর TSS এর মাধ্যমে ওভারহেডে ট্র্যাকশন পাওয়ার বণ্টন ব্যবস্থা আরও উন্নত হবে। এতে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুতের সরবরাহ এবং নির্দিষ্ট পরিমাণে বিদ্যুতের সরবরাহ বজায় থাকবে। রেলের তরফে জানানো হয়েছে, প্রয়োজন পড়লে হোটর TSS থেকে সরাসরি লক্ষ্মীকান্তপুর TSS এবং সোনারপুর এফপি অঞ্চলেও ট্র্যাকশন পাওয়ার বণ্টন করা যাবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- ট্রেন
- বারুইপুর
- ডায়মন্ড হারবার