ভোটের মুখে বর্ধমানে বোমা বিস্ফোরণে শিশুমৃত্যু, বিস্ফোরণে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
Monday, March 22 2021, 1:58 pm

বল ভেবে হাতে তুলে নিয়েছিল। আর সেই বল ভেবে খেলতে গিয়ে বোমায় আহত হয়ে মৃত্যু। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিস্ফোরণে মৃত্যু হয়েছে শিশুর। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।গুরুতর জখম হয়েছে আরও এক শিশু। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও এক শিশুকে। পূর্ব বর্ধমানের রসিকপুরে মর্মান্তিক দুর্ঘটনা। ভোটের আগে, বিস্ফোরণ ও শিশুমৃত্যুর ঘটনায়, চড়ছে রাজনীতির পারদ। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়জোড়ার সভা থেকেই বলেন শুনেছি একটা বাচ্চা মারা গেছে। বিষয়টি দেখতে বলেছি ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছে রাজনীতিবিদরা।
- Related topics -
- রাজ্য
- বর্ধমান
- শিশুমৃত্যু
- বোমা বিস্ফোরণ