Sevilla vs Barcelona | খেতাবি লড়াইয়ে কামব্যাক! সেবিয়াকে ৪-১ গোলে হারিয়ে আতলেতিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সা
Monday, February 10 2025, 6:08 am

রবিবার সেবিয়াকে ৪:১ গোলে হারিয়ে আতলেতিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা।
ফের খেতাবি লড়াইয়ে ফিরল বার্সা। রবিবার সেবিয়াকে ৪:১ গোলে হারিয়ে আতলেতিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতি। শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ ৫০ পয়েন্ট। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় বার্সা। পেদ্রির চিপ করা বলে হেড দিয়ে গোল করেন ফের্মিন। ৫৫ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে বিপক্ষ মার্কারকে কাটিয়ে জোরালো শটে গোল করে স্কোরলাইন ৩:১ করেন রাফিনিয়া। ৮৯ মিনিটে রাফিনিয়ার ফ্রি কিকে হেড দিয়ে দলের হয়ে চতুর্থ গোলটি করেন এরিক গার্সিয়া।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- বার্সেলোনা