UEFA Champions League | চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে ৪:১ গোলে হারালো বার্সেলোনা, সৌজন্যে রাফিনহার বিধ্বংসী হ্যাটট্রিক

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে ৪:১ গোলে হারিয়ে ‘বদলা’ ইয়ামালদের।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে ৪:১ গোলে হারিয়ে ‘বদলা’ ইয়ামালদের। সৌজন্যে রাফিনহার বিধ্বংসী হ্যাটট্রিক। ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন রাফিনহা। ১৮ মিনিটে গোলশোধ করেন বায়ার্নের হ্যারি কেন। তাঁর একটি গোল যদিও অফসাইডের জন্য বাতিল হয়। ৩৬ মিনিটে দ্বিতীয় গোল করেন বায়ার্নের প্রাক্তনী লেওয়ানডস্কি। ডিফেন্সের ভুলে বল পেয়েছিলেন ফের্মিন লোপেজ। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে যান পোলিশ স্ট্রাইকার। বাকিটা রাফিনহা ম্যাজিক।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- বার্সেলোনা