Barbados Threadsnake | ২০ বছর পর প্রত্যাবর্তন পৃথিবীর ক্ষুদ্রতম সাপটির, ক্যারিবিয়ান দ্বীপে ফিরে এলো 'বার্বেডোজ থ্রেডস্নেক'!
Saturday, October 4 2025, 4:06 am
Key Highlightsআর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জঙ্গলের একটি বড় গাছের গোড়ায় পাথরের নীচ থেকে ফিরে এল 'বার্বেডোজ থ্রেডস্নেক', পৃথিবীর ক্ষুদ্রতম সাপ।
প্রায় দু'দশক আগে পৃথিবীর ক্ষুদ্রতম সাপটির শেষ দেখা মিলেছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এখানেই এই সাপ পাওয়া যেত বলে নাম দেওয়া হয়েছে 'বার্বেডোজ থ্রেডস্নেক' (বিজ্ঞানসম্মত নাম: টেট্রাকিলিস্টোমা কার্লি)। তবে ২০০৫এর পর থেকে আর কোনও চিহ্ন মেলেনি বলে বিলুপ্ত প্রজাতির গ্লোবাল লিস্টে তার নাম উঠে যায়। ফের ২০ বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জঙ্গলের একটি বড় গাছের গোড়ায় পাথরের নীচ থেকে ফিরে এল 'বার্বেডোজ থ্রেডস্নেক' (সর্বোচ্চ দৈর্ঘ্য ৩-৪ ইঞ্চি), পৃথিবীর ক্ষুদ্রতম সাপ। এরপরই থ্রেডস্নেক খুঁজতে তল্লাশি চালাচ্ছে একটি পৃথক টিম।
- Related topics -
- অন্যান্য
- বিজ্ঞান
- বিজ্ঞানের আজব তথ্য

