Barasat Medical College Case | মৃতদেহ থেকে উধাও হয়েছে চোখ, মৃত যুবকের বাড়িতে নিয়োগপত্র পাঠালেন মূখ্যমন্ত্রী

মৃতদেহ সংরক্ষণের ক্ষেত্রে ন্যূনতম পরিকাঠামোর অভাবের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের লোকজনকেই বরফ কিনে দিতে হয়।
বারাসতের বাসিন্দা প্রীতম ঘোষের ময়নাতদন্ত হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরিবার অভিযোগ করেন, দেহ হস্তান্তরের সময় ওই যুবকের চোখ ছিল না। মঙ্গলবার বনগাঁয় সভা করে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে বিক্ষোভ দেখায় যুবকের পরিবার। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন হয়। পুলিশের পক্ষ থেকেও তদন্ত প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, রাজ্য পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যেই মৃত যুবকের পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে।
