রাজ্য

Barasat | মৃতদেহ থেকে চোখ 'চুরি' করেছে ইঁদুরই, বলছে দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট!

Barasat | মৃতদেহ থেকে চোখ 'চুরি' করেছে ইঁদুরই, বলছে দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট!
Key Highlights

কোনও ব্যক্তি নয়, মৃতদেহ থেকে চোখ তুলে নিয়েছে ইঁদুরই! বারাসত মেডিক্যাল কলেজের ঘটনায় এমন যুক্তিকেই সিলমোহর দিল দ্বিতীয়বার ময়নাতদন্ত রিপোর্ট।

কোনও ব্যক্তি নয়, মৃতদেহ থেকে চোখ তুলে নিয়েছে ইঁদুরই! বারাসত মেডিক্যাল কলেজের ঘটনায় এমন যুক্তিকেই সিলমোহর দিল দ্বিতীয়বার ময়নাতদন্ত রিপোর্ট। বারাসত মেডিক্যাল কলেজের মর্গে প্রীতম ঘোষের দেহ থেকে চোখ চুরি করার অভিযোগ করেছিল তার পরিবার। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে বিক্ষোভও দেখান তারা। এরপরেই তদন্ত কমিটি গড়ে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তের পরে তিন সদস্যের কমিটি স্পষ্ট জানান, ইঁদুর বা ছুঁচো জাতীয় প্রাণীর আক্রমণেই চোখের ক্ষত তৈরি হয়েছে।