দেশ

Bankura-Howrah Rail and Bande Bharat Express | জুড়তে চলেছে বাঁকুড়া-হাওড়া রেলপথ! ১৫ই মে চালু হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস!

Bankura-Howrah Rail and Bande Bharat Express | জুড়তে চলেছে বাঁকুড়া-হাওড়া রেলপথ! ১৫ই মে চালু হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস!
Key Highlights

বাঁকুড়ার আরও কাছে আসতে চলেছে কলকাতা। জুড়তে চলেছে বাঁকুড়া-হাওড়া রেললাইন। ১৫ই মে গড়াতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের চাকাও।

কলকাতার আরও কাছে আসতে চলেছে বাঁকুড়া। ভারতীয় রেলের সৌজন্যে এবার জুড়তে চলেছে বাঁকুড়া- হাওড়ার রেললাইন। বৃহস্পতিবার অর্থাৎ ১১ই মে এমনটাই জানালেন বিজেপির (BJP) রাজ্য সহ সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

বিজেপির রাজ্য সহ সভাপতি জানান, তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পরই  দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া-মশাগ্রাম রেলপথকে পূর্ব রেলের বাঁকুড়া-হাওড়া রেলপথের সঙ্গে যুক্ত করার বিষয়টি নিয়ে সংসদে একাধিকবার সরব হয়েছিলেন। সংসদের সেই দাবি মেনেই মঙ্গলবার রেল দফতরের (Indian Railway) তরফ থেকে এই কাজের জন্য টেণ্ডার আহ্বান করা হয়েছে। সূত্রের খবর, এই বাঁকুড়া-হাওড়া রেললাইন যুক্ত করার কাজের জন্য ৩৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে ট্রেন পথে বাঁকুড়া (Bankura) থেকে ট্রেনে হাওড়া (Howrah) যেতে হলে খড়গপুর হয়ে দীর্ঘপথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়। কারণ দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লাইন থাকলেও, হাওড়ার সঙ্গে সেই লাইনের এখনও কোনও সংযোগ নেই। ফলে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের এই মশাগ্রামে লাইন অথবা স্টেশন থাকলেও বাঁকুড়া ও হাওড়ার মধ্যে কোনও যোগ ছিল না।

রেল দফতরের পক্ষ থেকে বাঁকুড়া-হাওড়ার রেলপথ যুক্ত করার দাবি মেনে নেওয়ার পর সাংসদ সৌমিত্র খাঁ-র দাবি, নয়া লাইন তৈরি হলে যাত্রীরা বাঁকুড়া থেকে যে কোনও ট্রেনে উঠে মশাগ্রাম হয়ে হাওড়া চলে যেতে পারবে। ফলে এই এলাকার মানুষের কলকাতার সঙ্গে দূরত্ব ও যাতায়াতের সময় ও খরচ দুই-ই কমবে। এছাড়াও তাঁর আরও বক্তব্য, দু'বারের সাংসদ ও স্বল্প সময়ের জন্য বিধায়ক নির্বাচিত হয়েই গত ৫০ বছরে যে কাজ হয়নি তা তিনি করে দেখালেন।

অন্যদিকে, অবশেষে চালু হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-Puri Vande Bharat Express)। সম্প্রতি হাওড়া থেকে পুরী অবধি এই সেমি-হাইস্পিড ট্রেনের সফল ট্রায়াল রান হয়। এরপরেই জানা যায়, চলতি মাসের ১৫ তারিখ অর্থাৎ ১৫ই মে চালু হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।

ভারতীয় রেলওয়ে সূত্রে খবর, আর ৩ দিন পরেই চালু হবে এই এক্সপ্রেস ট্রেন। তবে হাওড়ার বদলে পুরী (Puri) বা ভুবনেশ্বর (Bhubaneswar) থেকে এই ট্রেনের যাত্রা শুরু হবে বলে খবর। এদিন ভারত এক্সপ্রেস হাওড়া-পুরী রুটে প্রথম যাত্রা শুরু করবে দুপুর দেড়টা নাগাদ।  হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের (Howrah-New Jalpaiguri Bande Bharat Express) মতো হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসও প্রতিদিন সকালে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং দুপুরে পুরীতে পৌঁছবে। আবার ওই ট্রেনই বিকেলে পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে। ৫০০ কিলোমিটার এই যাত্রাপথ অতিক্রম করতে ট্রেনটির গড় গতিবেগ থাকবে ঘণ্টায় ৭৭ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৩০ কিলোমিটার।

রেলের তথ্য অনুযায়ী, সকাল ৬ টা ১০ মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছতে সময় লাগবে ৬ ঘণ্টা ২৫ মিনিট। অন্যদিকে, পুরী থেকে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ার উদ্দেশে রওনা দেবে দুপুর ১ টা ৫০ মিনিটে এবং পৌঁছবে রাত সাড়ে ৮টায়। পুরী থেকে হাওড়া ফিরতে বন্দে ভারতের এক্সপ্রেসের সময় লাগবে ৬ ঘণ্টা ৪০ মিনিট। এছাড়াও জানা গিয়েছে, হাওড়া ও পুরীর মাঝে এই এক্সপ্রেস দাঁড়াবে খড়্গপুর (Kharagpur), বালাসোর (Balasore), ভদ্রক (Bhadrak), কটক (Cuttack), ভুবনেশ্বর (Bhubaneswar) এবং খুরদা (Khurda) স্টেশনে।

জানা গিয়েছে, আগামী ১৫ মে থেকে বহু প্রতিক্ষিত হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ওই দিনই একইসঙ্গে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ গড়িয়া থেকে রুবি অবধি মেট্রো পরিষেবারও (Garia-Ruby Metro Service) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Adani-Bangladesh | বকেয়া টাকা মেটাচ্ছে ইউনূসের সরকার, ফের বাংলাদেশে পুরোদস্তুর বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি গোষ্ঠী!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]
মকর(Capricorn) রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
বিমানযাত্রার ক্ষেত্রে কৃত্রিম পা খুলে পরীক্ষা, প্রধানমন্ত্রীর কাছে বিশেষ কার্ডের আর্জি সুধা চন্দ্রনের