Bangladesh । আগুনের দাপটে পুড়ে ছাই বাংলাদেশের সুপারমার্কেট, ভস্মীভূত একাধিক দোকান
Wednesday, November 13 2024, 5:16 am
Key Highlightsবিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী সুপার মার্কেট। পুড়ে যায় বেশ কিছু দোকান।
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল চট্টগ্রামের কর্ণফুলী সুপার মার্কেট। গতকাল রাত ১০টা নাগাদ চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকার এই কাঁচাবাজারে আগুন লাগে। পুড়ে যায় বেশ কিছু দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের পাঁচটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে বাংলাদেশের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
- Related topics -
- বাংলাদেশ
- দমকল
- দমকল মন্ত্রী
- বাংলাদেশ পুলিশ
- চট্টগ্রাম

