Bangladesh Cricket | বাংলাদেশী ক্রিকেট বিশ বাওঁ জলে, ফিক্সিং কাণ্ডে সাসপেন্ড মহিলা ক্রিকেট দলের তারকা প্লেয়ার

ম্যাচ ফিক্সিং এর কালো দাগ লাগলো টিমের গায়ে। সাসপেন্ড হলেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার সোহেলি আখতার।
বাংলাদেশে মহিলা ক্রিকেট টিমের দুরবস্থা। ম্যাচ ফিক্সিং এর কালো দাগ লাগলো টিমের গায়ে। সাসপেন্ড হলেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার সোহেলি আখতার। ২০২৩ এ দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি২০ বিশ্বকাপে সোহেলি এক সহ খেলোয়াড়কে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেয়। সেই খেলোয়াড় আইসিসিকে অভিযোগ করে। সম্প্রতি আইসিসি তাঁদের দুর্নীতি দমন আইনের খাতায় ৫টি নিয়ম ভাঙার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে সোহেলিকে। এর জেরে, ৫ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হলো সোহেলিকে।