আন্তর্জাতিক

করোনা মোকাবিলায় ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ, ওষুধ পাঠাচ্ছে হাসিনা প্রশাসন

করোনা মোকাবিলায় ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ, ওষুধ পাঠাচ্ছে হাসিনা প্রশাসন
Key Highlights

ভারতের পাশে থাকার বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের পাশেই রয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্ট মন্ত্রক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, 'ভারতকে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম দেবে বাংলাদেশ সরকার।'এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়, ভারতে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ। এই প্রেক্ষাপটে ভারতকে ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। ভারতকে বাংলাদেশ ১০ হাজার অ্যান্টিভাইরাল ইনজেকশন, ৩০ হাজার পিপিই কিট, কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দিতে চায়। পাশাপাশি ভারতের করোনা পরিস্থিতি নিয়ে গভীর দুঃখ এবং সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ।