Champions Trophy | চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্রান্ত বিতর্কে প্রবেশ করলো বাংলাদেশ! ভারত ও পাকিস্তানের ম্যাচ আয়োজন করতে চায় BCB
বিসিবির এক সূত্র মারফত খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজিত হলে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফি কী ফর্ম্যাটে, কোথায় আয়োজন হবে তা নিয়ে এখনও চলছে বিতর্ক। এবার আইসিসি, পিসিবি ও বিসিসিআইয়ের টানাপড়েনের মধ্যে ঢুকলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড! বিসিবির এক সূত্র মারফত খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজিত হলে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় তারা। ভারতের ম্যাচগুলো ঢাকাতে আয়োজন করতে চায় বাংলাদেশ। ইতিমধ্যে এই বিষয়ে পিসিবি প্রধানের সঙ্গে বিসিবি সভাপতি কথা বলেছেন বলে খবর। এদিকে, ভারত ও পাকিস্তানের ম্যাচের জন্য ভেনু হিসেবে দুবাইকে বেছে রাখা হয়েছে বলে খবর।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- ভারতীয় ক্রিকেটদল
- পাকিস্তান